ব্রাহ্মণবাড়িয়া বিশিষ্ঠ ব্যবসায়ী সুনিল সাহার পরলোক গমন
ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রী পাড়া নিবাসী ও মহাদেব পুট্টির সাহা শিল্পালয়ের মালিক প্রবীন স্বর্ণ ব্যবসায়ী সুনিল সাহা গত শনিবার বিকেলে ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক গমন করেন। মৃত্য কালে তার বয়স হয়েছিল ৭২বছর তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে দীর্ঘ দিনের সতির্থ ব্যবসায়ী ও আত্মীয় স্বজনরা তাকে একনজর দেখতে তার বাস ভবনে ছুটে যান মৃত্যকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। রোববার ভোর রাতে মেড্ডা শ্বাশানে তার সৎ কাজ সম্পন্ন হয়।
সুনীল সাহার মৃত্যুতে শিহাব উদ্দিন বিপুর শোক
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের তথ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও এটিভির ষ্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু প্রবীন স্বর্ন ব্যবসায়ী সুনিল সাহার মহাপ্রয়ানে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আত্মার শান্তি কামনা করেছেন।































