ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন :: আওয়ামী আইনজীবী পরিষদের নিরঙ্কুশ বিজয়
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেন। দুটি সদস্য পদে জয়লাভ করেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে সভাপতি পদে ২০৮ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সারোয়ার-ই-আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ও সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান পেয়েছেন ২০৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আবদুল কবির তপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মালেক পেয়েছেন ১৪২ ভোট।
সম্পাদক (প্রশাসন) পদে ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ ভূইয়া বাদল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম নিজাম উদ্দিন পেয়েছেন ১৪৫ ভোট।
৪টি সদস্য পদের মধ্যে ২৪৭ ভোট পেয়ে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আক্কাস আলী, ২৪৩ ভোট পেয়ে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া, ২৪৩ ভোট পেয়ে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জাকির হোসেন এবং ২২৯ ভোট পেয়ে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নিজাম উদ্দিন খান রানা বিজয়ী হন।
এছাড়া সহ-সভাপতি পদে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আলেয়া চৌধুরী, সম্পাদক (লাইব্রেরি) পদে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন ভূইয়া, সম্পাদক ( ক্রীড়া ও সংস্কৃতি) পদে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাজহারুল আনোয়ার এবং অডিটর পদে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট দেয়ান ইফতেখার রাজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
নির্বাচনে মোট ৪৩১ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ফলাফল ঘোষণা করেন।