ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
ভারত সরকারের অর্থায়নে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ক্লিনিক গুলোর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে দু’দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দীর্ঘজীবি হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, পৌরসভার মেয়র মিসস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল- মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম সফিকুল্লাহ, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম. স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী শওকত মহীবুর রব সহ জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।