জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় স্বাস্থ্য কর্মী সহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ৩ দিনে জেলায় ৩১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১ জন এ দাঁড়ালো। এছাড়াও করোনার শুরুতেই জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে।
সিভিল সার্জন কার্যালয় জানায়, আজ শুক্রবার ঢাকা থেকে আসা রিপোর্টে ১৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা হলো জেলা সদর উপজেলার রাধিকা গ্রামের ১ জন, সদর হাসপাতালের ১ জন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, শহরের মধ্যপাড়ায় ৪ জন, পীরবাড়ি ২ জন, কাজিপাড়া ৩ জন, কলেজপাড়া ১ জন, মুন্সেফপাড়া ১ জন, ভাদুঘর ১ জন, আশুগঞ্জে আলমনগরের ১ জন ও বিজয়নগরের সিংগারবিল গ্রামের ১ জন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো: একরামুল্লাহ বলেন, আক্রান্ত বৃদ্ধির সুনির্দিষ্ট কোন কারন বলা যাচ্ছেনা। ঈদে মুভমেন্টটা হয়তো বেশী হয়েছে। স্বাস্থ্য বিধি মানার প্রবনতাও কম।২/১ দিন ধরেই আক্রান্ত বেশী হচ্ছে। এসময়টাতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে,এই
ধারনা ছিলো আগেই। জেলায় এপর্যন্ত ৩৮০১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৩৬২ জনের ফলাফলে মোট ১৩১ জনের পজেটিভ আসে।ইতিপূর্বে আক্রান্ত ১১৪ জনের মধ্যে ৫৮জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৫৪জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮জন,ঢাকায় ৫জন এবং কুমিল্লায় একজন রয়েছেন। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যাক্তির সংখ্যা ৯৭৭ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৬৪ জন। করোনা সংক্রমনের শুরুর দিকে জেলায় মৃৃৃৃত্যু হয় ২ জনের।
মনিরুজ্জামান পলাশ
ব্রাহ্মণবাড়িয়া,
তারিখঃ ২৯.৫.২০২০