ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ ভিক্ষুককে পুনর্বাসন, ভূমিহীনদের খাস জমি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব বর্ষ উপলক্ষে ১০০ ভিক্ষুককে পূনর্বাসন করা হয়েছে। মঙ্গলবার সকালে সার্কিট হাউজে জেলা প্রশাসক হায়্তা উদ দৌলা খান পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাহেদুজ্জামান, সদর উপজেলাৈ নির্বাহী কর্মকর্তা পংকজ কুমার বড়–য়া উপস্থিত ছিলেন। ভিক্ষকদের মাঝে দুধেল গাভী, ভ্যান, দোকান , ড্রাম প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ১ হাজার ভিক্ষুককে পুনর্বাসন করা হবে জেলা প্রশাসক জানিয়েছেন। এদিকে সদর উপজেলা প্রশাসন ১২০ জন ভূমিহীনকে প্রায় ৫৪ একর জমি প্রদান করেছে।
« ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে মুজিববর্ষ পালিত হচ্ছে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০ »