ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত (ভিডিও)
প্রতিনিধি:: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল সংখ্যক পূণ্যার্থীদের অংশগ্রহনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিকাল ৫টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রী শ্রী রাধামাধব মন্দির হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী গিয়ে শেষ হয়। আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার উল্টো রথযাত্রার শোভাযাত্রা শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাধামাধব মন্দিরে গিয়ে শেষ হয়।
এছাড়াও ৬ জুলাই থেকে ১৪ জুলাই ৯ দিনব্যাপী ভোর হতে রাত পর্যন্ত শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে উক্ত রথযাত্রা মহোৎসব ও রথমেলা উদযাপিত হবে।
« ফলোআপ :: নবীনগরে নারী ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার (পূর্বের সংবাদ)