ব্রাহ্মণবাড়িয়ায় রাত থেকে বন্ধ গ্যাস সরবরাহ
ব্রাহ্মণবাড়িয়ায় রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (২৮ মার্চ) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২৪ হাজার আবাসিক গ্রাহক।
এদিকে বিপণনকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এই বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মো. রবিউল হক জানান, ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ হাজার গ্যাস সংযোগ ব্যবহারকারী রয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষে আবারও গ্যাস সরবরাহ চালু করা হবে।
« করোনা সংক্রমণ রোধে ১৮ নির্দেশনা, জনসমাগম নিষিদ্ধ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ১০ রাকাত তারাবি মক্কা-মদিনার প্রধান দুই মসজিদে »