Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করল “SEE WORLD” , পাচ্ছেন ফ্রি হোম ডেলেভারী

+100%-

“YOU CAN SAW” স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল সংলগ্ন গ্রীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় যাত্রা শুরু করল তৈরী পোষাক বিপনণী প্রতিষ্ঠান “SEE WORLD”। রবিবার সকালে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামিক ফাউন্ডেশন এর সহকারী পরিচালক কাজী মোঃ জাবেদ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তানভীর চৌধুরী, সি ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী সারোয়ার খান।

সি ওয়ার্ল্ড এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুভ উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদরে ফ্রি ডেলিভারি সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে কুরিয়ার যোগে দেশের যেকোন প্রান্তে ডেলিভারি দেওয়া সক্ষমতা তাদের রয়েছে। অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই প্রতিষ্ঠানটি থেকে কেনাকাটা করা যাবে। অনলাইনের ক্ষেত্রে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। এছাড়া সরাসরি জেলা সদর হাসপাতাল সংলগ্ন গ্রীন সুপার মার্কেট দ্বিতীয় তলায় গিয়েও কেনাকাটা করা যাবে।






Shares