ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভ্ইাস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু সাঈদ, মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক আব্দুল মান্নান সরকার।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ মানবাধিকার কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।