ব্রাহ্মণবাড়িয়ায় মহাজোট প্রার্থীর গাড়িতে হামলা
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়িবহরে হামলা করা হয়েছে।
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাজঘর ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপির কর্মীরা তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ির পেছনের কাঁচ ভেঙে ফেলে।
রাজঘর সরকারি প্রাথকিম বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সত্যরঞ্জন রায় জানান, পৌনে ১১টার দিকে মহাজোট প্রার্থী এ আসনে আসার পরপর দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এ আসনে ছয়টি কক্ষের মধ্যে দুটি থেকে দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
« ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা: নিহত ১, আহত ২ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিপুল বিজয়ের পথে আওয়ামী লীগ »