Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার মাছ নিধন

+100%-

করোনা আতঙ্কে সারা দেশ কার্যত স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে ২টি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমান মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মৎস্য চাষী মো. হাসমত খন্দকার।

হাসমত খন্দকার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার সময় তার মালিকাধীন ২টি পুকুরে এক সাথে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিষয়টি তাদের নজরে আসে।

বিষ প্রয়োগের ফলে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মারা গেছে।

তিনি অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে আমাদের প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






Shares