Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর ‘স্বাস্থ্যবিধি মেনে’ ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানো শুরু হয়। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে প্রশাসন ও পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ শ্রদ্ধাঞ্জলী জানানোর মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পন শুরু হয়। এর পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। পরে জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক আলমামুন সরকার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান।

পৌর মেয়র নায়ার কবির শ্রদ্ধাঞ্জলী জানানোর পর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। ভার্চুয়াল আলোচনাসভা, দোয়া মাহফিল, কারাগার-হাসপাতাল-সরকারি শিশু পরিবারে বিশেষ খাবার বিতরণসহ দিবসটি উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন।






Shares