Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৭জনের করোনা ভাইরাস শনাক্ত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ১২জনসহ জেলায় ১৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫৫৬জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলায় ২৪৩০জন সুস্থ হয়েছেন। এছাড়া এ পর্যন্ত জেলায় ৪২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (১৬ই নভেম্বর) রাত ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

সর্বশেষ সোমবার রাতের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের ১২৮টি রিপোর্টের মধ্যে নতুন ১৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় নতুন ১২জন, সরাইল উপজেলায় ০১জন, আখাউড়া উপজেলায় ০১জন, নবীনগর উপজেলায় ০১জন, আশুগঞ্জ উপজেলায় ০১জন ও কসবা উপজেলায় ০১জনসহ এখন পর্যন্ত জেলায় ২৫৫৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪২ জনের মধ্যে, সদর উপজেলায় ১৩জন, আখাউড়া উপজেলায় ১০জন, বিজয়নগর উপজেলায় ০২জন, নাসিরনগর উপজেলায় ০১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১১জন, সরাইল উপজেলায় ০১জন ও কসবা উপজেলায় ০১জন ।






Shares