Main Menu

অনুমোদন-চিকিৎসক কিছুই নেই, পৈরতলার ‍’অশ্রু’ মাদক নিরাময় কেন্দ্র সিলগালা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকার ‘অশ্রু-নামের মাদক নিরাময় কেন্দ্রটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ওই অবৈধ নিরাময় কেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, সম্পূর্ণ অবৈধ ভাবে মাদক নিরাময় কেন্দ্রের নাম দিয়ে প্রতিষ্ঠানটি চলছিল। অভিযান কালে অশ্রু নামের ওই মাদক নিরাময় কেন্দ্রটির কেউ কোন প্রকার বৈধ কাগজ দেখাতে পারেনি। পাশাপাশি মাদক নিরাময় কেন্দ্র নাম দেওয়া হলেও সেখানে কোন চিকিৎসক নেই। এমনকি সাইকোলজির উপর সনদ আছে, এমন কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে ১৭জন ভর্তি রোগী ও ১৩ জন রিকভারি রোগী ছিল। প্রতিষ্ঠানটি সিলগালা কররি পর তাদেরকে সাথে নিয়ে আসা হয়েছে। ভর্তি থাকা রোগীদের অশ্রুর মালিক পক্ষের খরচে অন্য বৈধ একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করবেন। এছাড়াও বাকিদের তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হবে।






Shares