ব্রাহ্মণবাড়িয়ায় দলিল লেখক সমিতির ফিফটি ফিফটি সভাপতি
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর দলিল লেখক সমিতির ২০২৩-২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়েছে। এতে সভাপতি পদটি ফিফটি ফিফটি ভাগাভাগি হয়েছে। নির্বাচনে সদ্য সাবেক সভাপতি মিজানুর রহমান খন্দকার ও প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ আব্দুল্লাহ ক্বারী ৮৪ ভোট করে পেয়ে ড্র করলে তাদের সম্মতিতে নির্বাচন পরিচালনা পরিষদ ফিফটি ফিফটি ভাগে পদটি ভাগাভাগি করে দেন। এতে দেড় বছর করে তারা দুজন দ্বায়িত্ব পালন করবেন।
নির্বাচনে ১৭২ জন ভোটারের মধ্যে ১৭০ টি ভোট দেন। বাকী দুইজন অসুস্থতাজনিত কারণে ভোট দিতে আসেননি।
সহ সভাপতি পদে আব্দুর রাজ্জাক ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ দুধ মিয়া, প্রাপ্ত ভোট ৫৩, সাধারণ সম্পাদক পদে কাজী সাহারুল ইসলাম ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল আহাদ পেয়েছেন ৭৭ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ মামুন চৌধুরী ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন , নিকটতম মোঃ আজাদ হক, প্রাপ্ত ভোট- ১৭। মোঃ মুখলেছুর রহমান, প্রাপ্ত ভোট- ৭৪, সাংগঠনিক সম্পাদক:- মোঃ মোবারক আলী, প্রাপ্ত ভোট- ১১৭ (নির্বাচিত) শফিকুল ইসলাম, প্রাপ্ত ভোট- ৪৯, সহ সাংগঠনিক সম্পাদক:- মোঃ আজিমুল হক ভূঁইয়া (শামীম), প্রাপ্ত ভোট- ৬৭, মোঃ কাউছার মিয়া, প্রাপ্ত ভোট- ৯৮ (নির্বাচিত) প্রচার সম্পাদক:- মোঃ আব্দুল মতিন মুন্সি, প্রাপ্ত ভোট-৮৩, মোঃ সোলাইমান, প্রাপ্ত ভোট- ৮৫ (নির্বাচিত) সহ প্রচার সম্পাদক:- হাবিবুর রহমান (সুমন), প্রাপ্ত ভোট- ৬৬, ০২। সৈয়দ সামসুদ্দিন আহাম্মদ মাসুদ, প্রাপ্ত ভোট- ৯৩ (নির্বাচিত) দপ্তর সম্পাদক:- মোঃ আবুল হাসেম, প্রাপ্ত ভোট- ৯৭ (নির্বাচিত)। মোঃ মোজাহিদুল্লাহ মারুফ, প্রাপ্ত ভোট-৭১, সহ দপ্তর সম্পাদক:- মোকাদ্দেছুর রহমান লস্কর (রাসেল), প্রাপ্ত ভোট-৮৯ (নির্বাচিত) আরিফুল ইসলাম রুবেল, প্রাপ্ত ভোট-৭৯ ক্রীড়া সম্পাদক দেলোয়ার আহমেদ চৌধুরী, প্রাপ্ত ভোট- ৭৩, মোঃ রফিকুল ইসলাম (বাদল), প্রাপ্ত ভোট- ৯০ ( নির্বাচিত) সহ ক্রীড়া সম্পাদক:- মোর্শেদুল আলম মুন্সী, প্রাপ্ত ভোট- ১১৫ ( নির্বাচিত)। মোঃ রুবেল খান, প্রাপ্ত ভোট- ৫১, কার্যকরী সদস্য:- মোঃ আব্দুস সালাম, প্রাপ্ত ভোট-১২৩ (নির্বাচিত), ১ম স্থান। ০২। মোঃ সোহেল রানা, প্রাপ্ত ভোট-৬৩ ০৩। মোঃ সাদেকুল ইসলাম, প্রাপ্ত ভোট- ১১৩ (নির্বাচিত), ২য় স্থান। ০৪। মোঃ সুমন মিয়া, প্রাপ্ত ভোট-৪৯ ০৫। মোঃ সাদ্দাম হোসেন, প্রাপ্ত ভোট-৯০ (নির্বাচিত), ৩য় স্থান