Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

+100%-

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে রিসার্চ ফর ডেভেলপমেন্ট এর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে ২৩ জুন রোববার মধ্যাহ্ন ১২টায় কিশোরী ও বিবাহিত মহিলাদের ‘জরায়ু এবং স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরীতে অবহিত করণ’ বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো: শাহ আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এষণা পাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাজবাহুল ইসলাম প্রমুখ। কর্মশালায় আলোচকগণ পুরুষদের প্রতি নিজের স্ত্রী ও কন্যাকে এবং মহিলাদের প্রতি ক্যান্সার আক্রান্ত হতে মুক্ত থাকতে বিয়ের ৫ বছর হতে নিয়মিত সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনাখরচে নিজেদের স্তন জরায়ু স্ক্রিনিং সহ ভায়া টেস্ট করানোর মাধ্যমে চাকা বা ক্যান্সার উৎপত্তি সম্পর্কিত সমস্যা রয়েছে কি না তা পরীক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়ার লক্ষ্যে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সকলকে সচেতন করার আহ্বান জানান।






Shares