ব্রাহ্মণবাড়িয়ায় ইজতেমা মাঠে নিরাপত্তা পানি সরবরাহ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন::- আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও কালিসীমায় ইজতেমার মাঠে জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিব উল্লাহ্র নেতৃত্বে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ পরিদর্শনে যান। মাঠ পরিদর্শনকালে জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন ইজতেমা মাঠে সার্বিক নিরাপত্তা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্য সেবা এবং স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি এ সময় আরো বলেন, ধর্মপ্রাণ মুসল্লিদের যাতে কোন রকম সমস্যা না হয় সেই দিকে ব্রাহ্মণবাড়িয়ার সকল নাগরিকগণের দৃষ্টি রাখতে হবে। পরিদর্শনকালে ইজতেমা আয়োজক কমিটি নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে তারা জানায়, এখানে প্রায় এক লক্ষ মুসল্লীর নামাজ একসাথে আদায়ের ব্যবস্থা করা হয়েছে সেই অনুপাতে স্যানিটেশন ব্যবস্থা অপ্রতুল। আয়োজকগণ আরো জানান স্বাস্থ্যসম্মতভাবে স্যানিটেশন এর ব্যবস্থা করা হয়নি যা পরবর্তি সময়ে পরিবেশের জন্য ক্ষতিকর হবে। তাই অতি জরুরীভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শামসুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক পরিমল ভৌমিক, জেলা নাগরিক কমিটির সহসভাপতি আলহাজ্ব মোঃ ইস্কান্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, অর্থ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান সর্দার, দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন, পৌর নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব এডঃ মকবুল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ মোতাইদ, জেলা নাগরিক কমিটির প্রচার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সদস্য কাজী মোঃ খোকন, শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি মোঃ আজিজুর রহমান ও শিক্ষক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।প্রেস রিলিজ