Main Menu

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৮৭ জন

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত (২৮ জুন)

+100%-

মোঃ আজহার উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ও চিকিৎসক সহ নতুন ৯৪জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৮৮৭ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭৩টি নমুনার রিপোর্টে ও ঢাকা পিসিআর ল্যাব থেকে ৩১৩টি নমুনার রিপোর্টে জেলায় নতুন ৯৪জন করোনায় আক্রান্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, ঢাকা পিসিআর ল্যাবের গত ২১ ও ২২ই জুনের নমুনা রিপোর্টে এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের গত ২৬ ও ২৭ই জুনের নমুনা রিপোর্টে জেলায় ৮৮৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুধু রবিবারের পিসিআর রিপোর্টে জেলায় ৯৪ জন করোনা ভাইরাস পজিটিভ আসছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩০ জন, আখাউড়া উপজেলায় ৬জন, বিজয়নগর উপজেলায় ১জন, নাসিরনগর উপজেলায় ০৪জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬জন, নবীনগর উপজেলায় ১৪জন, আশুগঞ্জ উপজেলায় ০১জন, সরাইল উপজেলায় ২০জন ও কসবা উপজেলায় ০২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বশেষ ২৮ই জুন পর্যন্ত জেলায় ৮৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৯২ জন, আখাউড়া উপজেলায় ৫৩ জন, বিজয়নগর উপজেলায় ২৩ জন, নাসিরনগর উপজেলায় ৩৯ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৮৩ জন, নবীনগর উপজেলায় ১৩৭ জন, সরাইল উপজেলায় ৭২ জন, আশুগঞ্জ উপজেলায় ৪২ জন ও কসবা উপজেলায় ১৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২৮ই জুন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১৫৬ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ১০জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬২৭ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৯১২৮ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৮২১০ জনের রিপোর্টে ৮৮৭ জন আক্রান্ত হয়েছে৷






Shares