জেলায় মোট ১০৭২জন শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১০৪জন করোনায় আক্রান্ত (১লা জুলাই)
ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশন সেন্টারের চিকিৎসক ও নার্স সহ নতুন ১০৪জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১০৭২ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।
বুধবার (১লা জুলাই) রাতে আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২টি নমুনার রিপোর্টে ও ঢাকা পিসিআর ল্যাব থেকে ৬৯৬টি নমুনার রিপোর্টে জেলায় নতুন ১০৪জন করোনায় আক্রান্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও ঢাকা পিসিআর ল্যাবের ৯৩৮১ টি নমুনা রিপোর্টে জেলায় এখন পর্যন্ত ১০৭২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শুধু বুধবার পিসিআর রিপোর্টে জেলায় ১০৪ জন করোনা ভাইরাস পজিটিভ আসছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩০জন, আখাউড়া উপজেলায় ১৭জন, বিজয়নগর উপজেলায় ১৩জন, নাসিরনগর উপজেলায় ০৮জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১৩জন, আশুগঞ্জ উপজেলায় ০৮জন, সরাইল উপজেলায় ০৪জন ও কসবা উপজেলায় ০৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আজ ১লা জুলাই পর্যন্ত জেলায় ১০৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৪৯ জন, আখাউড়া উপজেলায় ৭৩ জন, বিজয়নগর উপজেলায় ৩৮ জন, নাসিরনগর উপজেলায় ৪৯ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৮৬ জন, নবীনগর উপজেলায় ১৬৭ জন, সরাইল উপজেলায় ৮২ জন, আশুগঞ্জ উপজেলায় ৫৫ জন ও কসবা উপজেলায় ১৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১লা জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ২২৪ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ১৫জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭২৯ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৯৬৮৯ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৯৩৮১ জনের রিপোর্টে ১০৭২ জন আক্রান্ত হয়েছে৷