ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে পাইপগান ও দেশীয় তৈরী অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে। এরা হলেন, জেলার সরাইল উপজেলার রমজান মিয়া ছেলে হৃদয় (২১),আশুগঞ্জ উপজেলার নুরু মিয়ার ছেলে লিমন (২২) সদর উপজেলার উলচাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া (৩৩) ও শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার মান্নান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৩)।
পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন নির্দেশনায় এসআই নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় পৌরশহরের শিমরাইলকান্দি রেল লাইন সংলগ্ন পাকা রাস্তার থেকে চার ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করে । এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও দেশীয় ছোরাসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নবীর হোসেন অস্ত্রসহ চার ডাকাতকে আটকে সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশী অভিযান অব্যাহত আছে।
« স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আপত্তি, পুনঃতদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) টিআইবি ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে মানববন্ধন »