ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর টহল, হোম কোয়রেন্টাইনে ১৪৫৮ প্রবাসী
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাস থেকে বেঙ্গল ৬ এর সদস্যরা এসে ব্রাহ্মণবাড়িয়া পৌছায়।
পরে সেনাবাহিনী শহরের টি.এ রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় টহল দেয়। এছাড়াও জেলা প্রশাসনের বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত শহরজুড়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে।
সকাল থেকেই হাসপাতাল, খাবারের দোকান, ফার্মেসী, মুদি দোকান ছাড়া সরকার নির্দেশিত বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় ১২৫ জন প্রবাসীকে হোম কোয়রেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে ১৫৪৮ জনকে হোম কোয়রেন্টাইনে রাখা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
« মানুষকে রক্ষা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় জনশূন্য রাস্তায় দিনে দুপুরে চার ছিনতাই »