Main Menu

সভাপতি তারিকুল, সম্পাদক আলমগীর

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম খান। এ ছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আলমগীর হোসেন ও মো. সালাউদ্দিন আহমেদ।

কাউন্সিলরদের ভোটাভুটি শেষে আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন উপস্থিত ছিলেন।

তারিকুল ইসলাম খান বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মো. আলমগীর হোসেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।

সম্মেলনে সভাপতি পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নুরুল হাসান ও সদর উপজেলার চিনাইরের বাসিন্দা শাহ আলম। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী হলেন মো. আলমগীর হোসেন ও রাহিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক লড়েন পদে মো. সালাউদ্দিন আহমেদ ও মো. শাহনুর।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সাত বছর পর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে ঘটা করে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৫ বছরের বেশি সময় পর সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে বেলা আড়াই থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১১টি বুথে ৭৮১ জন নেতা-কর্মী ভোট দেন। তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের ভোটে রিকশা প্রতীকে ৪০৪ ভোট পেয়ে তারিকুল ইসলাম খান সদর উপজেলা বিএনপির সভাপতি, আলমগীর হোসেন মোরগ প্রতীকে ৫১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও সালাউদ্দিন আহমেদ আনারস প্রতীকে ৪৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন বলেন, ‘উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের আদলে উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা পছন্দের নেতাকে ভোট দিয়েছেন। নেতা-কর্মীদের মধ্যে প্রাণসঞ্চার হয়েছে। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। আজকের সম্মেলন জেলাবাসীর জন্য একটি বার্তা যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের মন জয় করতে চাই।’