Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা পথে বিশেষ ট্রেন চালুর দাবি

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে একটি বিশেষ ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম পথে চলাচলকারী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবি উঠেছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন, জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আশরাফ উদ্দিন আহমেদ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন ছয় থেকে সাত হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু বিপুল পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই কম। বিশেষ করে ঢাকার পথে যেতে টিকিট সংখ্যা নগণ্য।
যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই দ্রুত ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে একটি বিশেষ ট্রেন চালু এবং আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি সময়ের দাবি হয়ে উঠেছে।

এ সময় বক্তারা টিকিট কালোবাজারি বন্ধ ও অন্যান্য ট্রেনের আসনসহ টিকিট বাড়ানোর দাবি জানিয়েছেন।






Shares