Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন এবং জেলার তিনটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিত্তিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পগুলো হলো: ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের-এ ও সি-তে ওয়েলহেড কম্প্রেসার স্থাপন প্রকল্প, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবন, জেলা সমাজসেবা কমপ্লেক্স, শিক্ষা প্রকৌশলী অধিদফতরের ১৪ টি ভবন, নাসিরনগর উপজেলা নবনির্মিত রেজিস্ট্রেশন ভবন ও জেলায় ৩৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের শুভ উদ্বোধন করেন এবং ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের-ই তে ওয়েলহেড কম্প্রেসার স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জেলার কসবা, নাসিরনগর ও সদর উপজেলাকে ভূমিহীন উপজেলা হিসেবে ঘোষণা করেন।

উদ্বোধনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় এ দেশের নাগরিক। শেখ হাসিনা যে কাজগুলো করছেন নাগরিক হিসেবে আমরা সবাই তার উপকারভোগী। সেগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবার। জনসাধারণের উপকারে আসছে, সেগুলো কেউ নষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটি আমাদের নাগরিক দায়িত্ব। নাগরিক হিসেবে দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. মো. একরামুল্লাহ সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।






Shares