ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা স্কুলের ১৫০ বছর পুর্তি, ৩ দিনের জমকালো আয়োজন

ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ১৫০ বছর পুর্তি অনুষ্ঠান হবে তিনদিনে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যসহ সাবেক প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহনের আশা করা হচ্ছে ওই অনুষ্ঠানে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এ অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী ২৪, ২৫, ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে ১৫০ বছর পুর্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যে ২৪ ডিসেম্বর বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠানের করা হবে। তিনদিনই দিনভর নানা অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
১৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে ব্রাহ্মণাবাড়িয়া প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে আবেশ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আবেশের সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সাগীর আহমেদ। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মো. মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান ও সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রমুখ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র জাতির শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ইতিমধ্যেই ১৯৭১ পরপর সময়ে এ বিদ্যালয় থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদেরকে কেউ কেউ ১৫০ বছর পুর্তি অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেছেন। তিন থেকে সাড়ে তিন হাজারের বেশি সাবেক শিক্ষার্থী এ আয়োজনের অংশ নিবেন বলে তারা আশা প্রকাশ করেন। ১৫০ বছর পুর্তি উপলক্ষে ইতিমধ্যেই বিতর্ক উৎসব, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে জানানো হয়, তিনদিনের আয়োজনে বেশ বৈচিত্র থাকবে। ১৫০ বছর পুর্তি অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলা, ম্যাগাজিন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও অংশগ্রহণকারীদের বিভিন্ন উপহার প্রদান করা
আবেশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অংশ নিতে ২০১৪ সাল পর্যন্ত সকল এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার টাকা, ২০১৫ থেকে ২০২৫ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন ফি দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্ত্রী, বাবা-মা ও সন্তানরাও অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে স্ত্রীদের জন্য দুই হাজার টাকা এবং বাবা-মা ও সন্তানদের জন্য আরো দেড় হাজার টাকা করে ফি দিতে হবে।































