Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

[Web-Dorado_Zoom]

 

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ বন কর্মকর্তা মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো: ইশতিয়াক ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা , জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দ, জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা বায়েজিদ রহমান সিয়ামসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবার-পরিজন নিয়ে সবাই মেলায় আসুন, গাছের সাথে পরিচিত হোন। যার যতটুকু জায়গা আছে, সেখানে অত্যন্ত একটি গাছ লাগান।’






Shares