ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টায় কারাগারের অভ্যন্তরে আগত দর্শনার্থীদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান। তিনি মাদকের কুফল, প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং আগত দর্শনার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার কামরুল ইসলাম, ডেপুটি জেলার শাহনাজ বেগম এবং সহকারী প্রধান কারারক্ষী জহিরুল হক। জহিরুল হক কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে মাদক অনুপ্রবেশ রোধে করণীয় নিয়ে গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী দর্শনার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
« নবীনগর উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়তে বিএনপি’র প্রার্থী হতে চান স্থপতি আব্দুল আওয়াল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) হতদরিদ্র নারীদের বিতরণের সরকারি চাল মিললো আনন্দ বাজারে »































