Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সম্মেলন ও মিলন মেলা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সম্মেলন ও মিলন মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং টিমের উদ্যোগে নবীনগরের রসুলপুরে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হেড অফ মাইক্রো মার্চেন্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম (ইভিপি)।

বিজনেস অফিসার মোঃ আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইউনুস হোসেন, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকি এর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ম্যানেজার রমিজুল ইসলাম, সিনিয়র রিলেশনশীপ অফিসার মুহিবুর রহমান ভূইয়া।

অনুষ্ঠানে ৩১০ কোটি টাকা কাস্টমার ডিপোজিট পূর্ণ হওয়ায় কেক কেটে উদযাপন করা হয়। এ সময় শীর্ষ ২৫ এজেন্টকে বিশেষ পুরস্কার দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।