ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র স্মরণকালের বৃহৎ আনন্দ র্যালী
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে শুক্রবার সকাল থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাসভবনের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। এ সময় কারামুক্ত ২৫ নেতাকর্মীকে ফুল বরণ করে নেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
পরে কলেজ মোড় থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীতে নবীনগর, আখাউড়া, কসবা, বিজয়নগরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন। এসময় ঢাক-ঢোলের তালে তালে নেচে উচ্ছাস প্রকাশ করে তারা। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে কালীবাড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বক্তব্য রাখেন। এসময় বক্তারা, নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের কঠোর আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
এদিকে সদর উপজেলার কালিসীমা মাঠ থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি আনন্দ র্যালী বের করে। পরে কালিসীমা মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।