Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক কাউসার আলম জানান, দুপুর দুইটার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। স্টেশন ছেড়ে পর শহর রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এ ট্রেনে কাটা পড়ে নিহত হন।

কাউসার আলম আরও জানান, কীভাবে তিনি মারা গেছেন তা জানা যায়নি। তার নাম-পরিচয় জানা যায়নি, তা জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।






Shares