Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় গুলশান হোটেলে অভিযান, ৩ তরুণীসহ আটক ৮

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩ তরুণীসহ ৮জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে খাটিহাতা বিশ্বরোডের রশিদ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত নিউ গুলশান হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তারা অনৈতিক কর্মে লিপ্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের মালিহাতা গ্রামের মৃত মুন্নার আলীর ছেলে রাজীব (২৬), শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিন থানার নাও ডোবা, কালু ব্যাপারী কান্দির মৃত জিন্নাত বেপারীর ছেলে হুমায়ুন কবির (৪০), মাদারীপুরের শিবচর থানার আজিম বেপারী কান্দি গ্রামের মৃত শাহজাহান মাতব্বরের ছেলে মনির হোসেন (২৮) ।

আটক তরুণীরা হলেন, সরাইলের পানিশ্বর গ্রামের জারু মিয়ার মেয়ে নিপা (২৫), বাঞ্চরামপুরের সোনারামপুর গ্রামের ছোট্ট মিয়ার মেয়ে মুন্নি (৩০) ও চট্টগ্রামের চান্দগাঁও থানার হালিশহরের মোঃ হাসানের মেয়ে মনি (২৭)।

তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






Shares