ব্রাহ্মণবাড়িয়ায় গঠিত হলো পরিবেশকেন্দ্রিক ‘অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ’ (এসিজি)

দুর্নীতিমুক্ত দেশ গড়া ও পরিবেশ সেবার মানোন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ায় গঠন করা হয়েছে পরিবেশ বিষয়ক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে এ কমিটি গঠিত হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় কমিটি গঠন করা হয়। সনাক সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন আহম্মদ, সনাক সদস্য সাংবাদিক মোঃ আরজু, ফারহান নূর, অ্যাডভোকেট তারিক হোসেন জুয়েল, মোঃ শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম বাকী, মোঃ মোস্তফা কামাল, মোঃ মোক্তার হোসেন, রাজীব পাল, ক্ষমা রাণী কর প্রমুখ।
সভায় টিআইবি ও সনাকের পরিচিতি, এসিজি গঠনের উদ্দেশ্য, করণীয় ও কার্যপরিধি নিয়ে বিস্তৃত আলোচনা করেন এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুর রহমান। আলোচনার ধারাবাহিকতায় পরিবেশ বিষয়ক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে ১১ সদস্য নিয়ে এসিজি কমিটি গঠন করা হয়।
পারস্পরিক আলোচনার ভিত্তিতে অলি আহাদ রতনকে এসিজি’র সমন্বয়ক এবং নুসরাত জাহান বুশরা ও মাজহারুল করিম অভিকে সহ-সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে নতুন কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতিবিরোধী চেতনায় পরিবেশ সুরক্ষার কাজে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন সনাক সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর। তিনি নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুরোধ জানান।
সভা শেষে সনাক এর পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুর রহমান।































