Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় এসপি অফিস থেকে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে তদবির করতে এসে গ্রেপ্তার হয়েছেন বাচ্চু মিয়া (৫০) নামে এক ব্যক্তি। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে তাকে আটক করে পরে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার বাচ্চু মিয়ার বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অরুয়াইল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুটি হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাচ্চু মিয়ার বিরুদ্ধে সরাইল ও ঢাকার আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এছাড়া আরো দুটি মামলা বিভিন্ন থানায় দায়ের আছে। সর্বশেষ গত শনিবার ধামাউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শিরিন আক্তারকে মারধরের অভিযোগে সরাইল থানায় একটি মামলা হয়, যেখানে বাচ্চু মিয়া এক নম্বর আসামি।

সোমবার দুপুরে বাচ্চু মিয়া এসপি কার্যালয়ে গিয়ে ওই মামলাটি মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু এসপির নির্দেশে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি এসপি কার্যালয়ের সামনে থেকে মাদরাসাছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। তবে কয়েক ঘণ্টা পর বিএনপির দুই নেতার সুপারিশে তিনি ছাড়া পান। এরপর কিছুদিন আত্মগোপনে থাকার পর গত মঙ্গলবার তিনি শিরিন আক্তারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী শিরিন আক্তার বলেন, বাচ্চু মিয়ার নেতৃত্বে আমাকে মারধর করা হয়েছে। এরপর মামলা তুলে নিতে তার লোকজন আমাকে হুমকি দিচ্ছে। আমি ভয়ে মেয়েকে একা স্কুলে আনানেওয়া করতে পারি না। এ ঘটনার বিচার চাই।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, বাচ্চু মিয়ার বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।






Shares