ব্রাহ্মণবাড়িয়ায় ইনসাফ ড্রাইভিং স্কুলে সনদপত্র প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ইনসাফ ড্রাইভিং স্কুলের ২০২৫ সালের প্রথম পর্বে ড্রাইভিং কোর্স সমাপনী ছাত্রদের বিদায় ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের ভাদুঘর ফাটাপুকুর পাড়স্থ ভাদুঘর শাহী মসজিদ মার্কেটে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হক ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন।
কাছাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুস্তফা জামিল মোল্লার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান অফিসের (ভারপ্রাপ্ত) উপপরিচালক ইশরাক মুহাম্মদ অন্তিক, চিনাইর ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক মো: কামাল হোসেন ঐতিহাসিক ভাদুঘর শাহী মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন দুলাল।
এতে স্বাগত বক্তব্য দেন ইনসাফ ড্রাইভিং স্কুলের প্রতিষ্ঠাতা আশিক হাসান।
অনুষ্ঠানে ৮১ জন প্রশিক্ষণার্থীকে ড্রাইভিং প্রশিক্ষণ সমাপ্ত করার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে নিরাপদ ও সচেতনভাবে যানবাহন চালানোর গুরুত্বের পাশাপাশি দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। ইনসাফ ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সামাজিক সচেতনতাসহ পেশাগত দক্ষতা গড়ে তোলা যায়































