বিদায়ী এনডিসি সাব্বীর আহমেদ এর সম্মাণে তিআসের আবৃত্তি আড্ডা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী নেজারত ডেপুটি কালেক্টর ও আবৃত্তিজন সাব্বীর আহমেদ এর সম্মাণে এক প্রাণবন্ত আবৃত্তি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ আড্ডা অনুষ্ঠিত হয়। তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আবদুন নূর। সংগঠনের সদস্য আবৃত্তিশিল্পি শফিকুর রহমানের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী অমিতাভ চক্রবর্তীর উপস্থাপনায় বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সদস্য সচিব অধ্যাপক একেএম শিবলী,সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা,আজিজুল ইসলাম সঞ্চয়,তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো.মনির হোসেন,সহকারি পরিচালক বাছির দুলাল,আবৃত্তিশিল্পি সানজিয়া আফরিন,তন্ময় চক্রবর্তী,উত্তম কুমার দাস,আতিকুল ইসলাম সুজন,সোহাগ রায়,সৌরভী নাসরিন শাওন,বৃষ্টি,মুনিয়া,মনি রানী দেব,সালমান,শামীম মিয়া। এসময় বেশ কয়েকটি কবিতার আবৃত্তিতে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। ]
এনডিসি সাব্বীর আহমেদ বলেন,আমি দীর্ঘদিন যাবত আবৃত্তি অন্তপ্রাণ মানুষ।বিশ্ববিদ্যালয় জীবনে সংস্কৃতিকর্মী হিসাবে নিজেকে নিবেদিত রাখতে পেরেছিলাম। ব্রাহ্মণবাড়িয়ায় চাকুরীকালীন সময়ে এখানকার সাংস্কৃতিক চর্চা আমাকে অনুপ্রাণিত করেছে।ব্রাহ্মণবাড়িয়ার মানুষও সংস্কৃতির প্রতি নিবেদিত।