জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত সভায় বশিরুল হক ভূঞা
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনায় বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ডেস্ক ২৪:: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞা বলেছেন, বঙ্গবন্ধুকে বাদ দিলে দেশের ইতিহাস অসমাপ্ত থাকবে। বঙ্গবন্ধুই প্রথম দেশের সকল ধর্মকে গুরুত্ব দিয়ে সব ধর্মের নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনায় বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কুমিল্লা অঞ্চলের ট্রাস্ট বীর মুক্তিযোদ্ধা নির্মল পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ব্রাহ্মণবাড়িয়া সহকারী মোঃ জাহিদুল হাসান।
« নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে জনগণের খাদ্য অধিকার লঙ্ঘিত হয় – জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জেলা য্বুদলের প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত। »