পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধি করতে সকলে আন্তরিকভাবে কাজ করতে হবে– পৌর মেয়র নায়ার কবীর
মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে পৌর মেয়রের অফিসে শহরের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আরো সুচারুভাবে করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ফারুক, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, সংরক্ষণ পরিদর্শক মীর মোস্তাফিকুর রহমান, সংরক্ষণ সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা, পরিচ্ছন্নকর্মীদের দলনেতা দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরসভার সকল রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থা অনবিলম্বে পরিচ্ছন্ন করতে হবে। পৌর নাগরিকদের প্রয়োজনে এই কাজগুলো অত্যন্ত জরুরী। তিনি এ সময় আরো বলেন, পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধি করতে পৌরসভার সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।