পৌরবাসীর সেবার মান বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন:: পৌর মেয়র নায়ার কবীর
রিএসেসমেন্ট কার্যক্রমের উদ্যোগ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর আরোপ ও আদায় পদ্ধতি বিধিমালা ২০১০ এর বিধান মতে প্রতি বছর অন্তর অন্তর রিএসেসমেন্ট করার বিধান রয়েছে। এরই আলোকে গতকাল সোমবার সকাল ১১টায় শহরের ফরিদুল হুদা রোডস্থ বি-বাড়িয়া টাওয়ার শপিং কমপ্লেক্স ও একতা মার্কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ সচিব মোঃ ফারুক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, কর আদায় কর্মকর্তা এস এম আলম, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন প্রমুখ।
এ কার্যক্রমের উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরবাসীর সেবার মান বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন। রিএসেসমেন্ট কার্যক্রমে সহযোগিতা করে পৌরসভার উন্নয়নে ধারা সচল সকলে এগিয়ে আসতে হবে।