পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত
গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক আয়োজিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তি রানী রায়’র উপস্থাপনায় উম্মোক্ত আলোচনায় অংশ গ্রহন করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহ্মেদ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান সোহাগ উদ্দিন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস, সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশুকাতের রাব্বী, জেলা ও দায়রা জজ কোর্টের ভারপ্রাপ্ত পিপি এডঃ এস.এম ইউসুফ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত নাজমুল হোসেন, জেল সুপার নুরু নব্বী ভূইয়া, সমাজ সেবার উপ-পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার, সদর হাসপাতাল তত্বাবধায়ক প্রতিনিধি, বর্ডার গার্ড প্রতিনিধি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শকসহ অত্র জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল সভাপতি সমাপনীর বক্তব্য বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আইন শৃংখলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে হবে। তিনি আরো বলেন স্বাক্ষী প্রসেস, ওয়ারেন্ট প্রসেস,ক্রোকী পরোয়ানা তামিলের ক্ষেত্রে পুলিশকে আরো যতœশীল হতে হবে এবং এমসি প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাতে দ্রুত মামলা নিষ্পত্তি করা হয় এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।প্রেস রিলিজ