নবীনগরের সাবেক এমপি কাজী আনোয়ার হোসেন এর মৃত্যুতে জেলা মহিলা দলের শোক প্রকাশ
নবীনগরের মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসন থেকে ০৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি’র চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আনোয়ার হোসেন গুরুতর অসুস্থতার কারণে ঢাকার এ্যাপলো হাসপাতালে গত ০৩/০৩/২০১৭ইং তারিখে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলাদলের সভানেত্রী এ্যাডঃ ইসমত আরা সুলতানা ও সাধারণ সম্পাদিকা দেওয়ান হুসপিয়ারা কবির।
বিবৃতিতে জেলা মহিলাদলের সভানেত্রী এ্যাডঃ ইসমত আরা সুলতানা বলেন- নবীনগরের সাবেক এমপি কাজী আনোয়ার হোসেন জনবান্ধব, নম্র, ভদ্র ও মাটি ও মানুষের নেতা ছিলেন। নবীনগরের সাধারণ মানুষের সুখে দুঃখে তিনি মানুষের পাশে থাকতেন এবং সাধারণ মানুষের কথা শুনতেন। কাজী আনোয়ার হোসেনকে হারিয়ে নবীনগরবাসী তথা বিএনপি যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়।
এ্যাডঃ ইসমত আরা সুলতানা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের শোক সন্ত্রপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ































