দেশের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তাই করছি : ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, একটি সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, তাই নিয়ে আমরা কাজ করছি।
আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তস্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলেছেন সেটি ওনার ব্যাপার। ছাত্র আন্দোলনে নিহতদের রক্তের বিনিময়ে গড়া অন্তর্বর্তী সরকার। কাজেই এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য সংস্কারের মাধ্যমে যাতে নির্বাচিত সরকার গঠিত হয় সেই পরিবেশ করা। নিজেদের ইচ্ছে অনুযায়ী কিছুই হচ্ছে না। সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতেই এ সরকার চেষ্টা করছে।
জামায়াতের আহ্বানের বিষয়ে ফরিদা আখতার বলেন, ‘জুলাই ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে গতকাল রংপুরে শহীদ পরিবারগুলোকে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। কাজেই অন্তর্বর্তী সরকার এ সব কাজ নিজ থেকে করছে। তাছাড়া আহত যারা হয়েছে তাদের ৩ লাখ টাকা এবং তাদের চিকিৎসায় বিশেষ সুবিধার জন্য কার্ড করে দেওয়া হচ্ছে। এছাড়া যারা হাত-পা-চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছে তাদের জন্য এ সরকার পুনর্বাসনের ব্যবস্থা করছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় মানবিক ও উন্নয়ন সংস্থা এআরডি বিজ্ঞান উৎসবটি আয়োজন করে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মো. জাবেদুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল।
তাছাড়া (এআরডির) প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য দেন এআরডির নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান।