দাম বেশি রাখায় আনন্দ ও জগৎ বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা
সরকার নির্ধারিত দামে আলু ও ডিম বিক্রি নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার ও জগৎ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দাম বেশি রাখায় আনন্দ ও জগৎ বাজারের ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন জানান, আনন্দ বাজার ও জগৎ বাজার এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৪ টি মামলায় ৪ জনকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় নির্ধারিত মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সচেতনতা করা হয়।
« গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) তিতাস থেকে অবৈধ বালু তোলায় ৭ জনের জেল »