তথ্যগত ভুলের ব্যাখ্যা
[Web-Dorado_Zoom]

“কোর্ট রোডের তাজ হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারীসহ গ্রেফতার ১০” শিরোনামে ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোরডটকমে প্রকাশিত খবরে এক তরুণীর ঠিকানা পুলিশ কর্তৃক সরবরাহকৃত ঠিকানায় ” পিতা-কবির খান, গ্রাম : বীরগাঁও থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া মর্মে প্রকাশিত হয়। কিন্তু প্রকৃত পক্ষে তার বাড়ি বীরগাঁও ইউনিয়নের পার্শ্ববর্তী কেদারখোলা গ্রামে। বিষয়টি কিবরিয়া নামের একজন আপত্তি জানিয়ে থানায় সংশোধনের আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সকলের অবগতির জন্য উপস্থাপন করা হল।
এদিকে, সংবাদটি প্রচারের পর একাধিক নারীর পরিবার মানবিক দিক বিবেচনায় তা সরিয়ে নিতে অনুরোধ করেন। নারীর সামাজিক সুরক্ষার দিকটি বিবেচনায় নিয়ে সংবাদটি ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোরডটকমের ফেসবুক পেজ ও ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়া হয়েছে।































