Main Menu

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

+100%-

১২ ফেব্রুয়ারী বুধবার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় ” জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত” শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ হোসেন ড্রাইভারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম শাহেদ, সহ-সাধারন সম্পাদক ফরিদ মিয়া, ক্রীড়া সম্পাদক এনাম, সদস্য ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক এনায়েতুল্লাহ ইমন, সাবেক সাধারন সম্পাদক আনিস, জাহাঙ্গীর আলম, সাবেক ক্যাশিয়ার জামাল, সাবেক সহ-সাধারন সম্পাদক দানু মিয়া, সাবেক নেতা কাজল, সাবেক দপ্তর সম্পাদক মিন্টু, সাবেক সহ-সাধারন সম্পাদক পাপেল, সাবেক ক্রীড়া সম্পাদক দুলাল, বিল্লাল মিয়া, বাবুল মিয়া, আল আমিন,আইমুন খান, সেলিম, এস এম রুহুল আমিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মনগড়া কমিটি সাজিয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে আওয়ামলীগের প্রেতাত্মারা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান বক্তারা।






Shares