Main Menu

৪২তম ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তবায়ন দিবসে বক্তারা

জেলা পর্যায়ের সকল অফিস স্থাপন এবং উন্নয়ন বঞ্চিত জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার দাবী

+100%-

জেলা পর্যায়ের সকল অফিস স্থাপন এবং উন্নয়ন বঞ্চিত জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারের নিকট দাবী জানানোর মাধ্যমে ৪২তম ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তবায়ন দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি আলী মাউন পিয়াস এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আনোয়ার আহমেদ লিটন, মোঃ আরমান উদ্দিন পলাশ, নির্বাহী সদস্য এডঃ শেখ জাহাঙ্গীর ও আনন্দ বাজার কমিটির সভাপতি হাজী মোঃ ছফি উল্লাহ্। নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আশিকুর রহমান রোজেন, প্রভাষক মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন মালদার, সামছুল আলম বাবু, এজাজ আহমেদ মনির, সাংবাদিক আবুল হাসনাত অপু, আলী হায়দার তুষার, মোঃ আনিছ, জিয়া কারদার নিয়ন, মোঃ আমির ফারুক, শাহজাহান মিয়া, সারোয়ার কাইছার টিপু, হারিছা খাতুন, রোকেয়া বেগম প্রমূখ জেলা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।

আলোচকগণ সরকারের উদ্দেশ্যে দাবী জানিয়ে তাদের বক্তব্যে বলেন, কুমিল্লা থেকে বিভাজিত হয়ে সাবেক মহকুমা ব্রাহ্মণবাড়িয়া জেলায় উন্নীত হলেও এখনো পর্যন্ত জেলা পর্যায়ের সকল অফিস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে স্থাপিত হয়নি। ব্রাহ্মণবাড়িয়া এখনো সার্বিক উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব জেলা পর্যায়ের বাকী অফিসগুলো ব্রাহ্মণবাড়িয়া সদরে স্থাপন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করতে হবে। সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন করতে হবে। বক্তারা আরো বলেন, যুব সমাজকে বেশি করে খেলাধুলা, বিতর্কসহ সমাজ উন্নয়ন মূলক কাজে নিয়োজিত হতে হবে। তবেই আধুনিক, আদর্শবান এবং উন্নত ব্রাহ্মণবাড়িয়া গড়ে উঠবে। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করে দোয়া এবং কেক কাটা অনুষ্ঠিত হয়।