Main Menu

জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিদায় সংবর্ধনা

জীবনের শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে মনে রাখবো:: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

dcজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সিনিয়র সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ্, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অমৃত লাল সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আর এস এম ওসমান গণি সজিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি। আলোচনা সভাশেষে বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবর্ধনার জবাবে বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আজ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হৃদয় নিঘরানো ভালোবাসা আমাকে আবেগ আপ্লুত করেছে। আমি এই ভালোবাসার দাম দেওয়ার চেস্টা করবো। আমি চেষ্টা করেছি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ভালোবাসা দিয়ে জয় করার। আমার জীবনের শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে মনে রাখবো। ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী আমাকে সকল ক্ষেত্রে চলার পথে সাহায্য ও সহযোগিতা করেছে। আমার তাঁর প্রতি কৃতজ্ঞ। যাবার বেলা একটা কথায় বলবো ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আবার নতুন করে ফিরে আসবে এই কামনায় করি।






Shares