Main Menu

জানাযায় অংশগ্রহণকারীদের হোম কোয়ারেন্টিনে রাখতে জারি হতে পারে গণবিজ্ঞপ্তি

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে শনিবার খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে । প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। যদিও জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন। এত বড় সমাগমে যদি একজন লোকও করোনা পজিটিভ থেকে থাকে তাহলে এর ফল হবে ভয়াবহ। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডটকমের কথা হয় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহর সাথে।

তিনি বলেন, আমরা তো লক ডাউন করেই দিয়েছিলাম। এরপরও জনতা এভাবে সমাগমে চলে আসবেন তা ছিল অপ্রত্যাশিত। এটা বিপদজনক।

এখন যারা এখানে যোগ দিয়েছিলেন তাদের ব্যাপারে কোন নির্দেশনা কি দেবে স্বাস্থ্য বিভাগ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি রয়েছে, আমরা বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। প্রয়োজনে সকলকে হোম কোয়ারেন্টিনে রাখার গণবিজ্ঞপ্তিও দেয়া হতে পারে বলে জানান তিনি।






Shares