জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের ত্রাণ বিতরণ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটেখাওয়া মানুষ ও হতদরিদ্রদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদ।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে ৩০০ পরিবারের মধ্যে সেমাই, তেল, দুধ, চিনি, পোলাও চাল ও পেঁয়াজ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর ছেলে তারেক মোহাম্মদ আলী মাখন, জাহানারা কনস্ট্রাকশন এন্ড সাপ্লায়ারের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী বরকতউলাহ সাগর, সৈয়দ ফয়সাল বারী, সৈয়দ জাবেদ হোসেন, সৈয়দ আবু আরিফ, বাবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত প্রায় সাত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। তাদের এই কার্যক্রম চলমান রয়েছে।
« ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী এমদাদুল হক ভূইয়ার উদ্যোগে ৫৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা (পূর্বের সংবাদ)