জঙ্গিবাদ নির্মূল করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে.. ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ায়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ শাহ আলী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর, সিভিল সার্জন ডাঃ হাসিনা আকতার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ, জেলা নাগরিক কমিটির সভাপতি ও জেলা বিএমএ’র সাবেক সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাতসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসুল হক।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জঙ্গিবাদ নির্মূল করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চাই না। আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ। তাই আমাদের দেশের শান্তি বজায় রাখতে আলেম ওলামাগণ সহ সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। তিনি এ সময় আরো বলেন, বাংলাদেশকে জঙ্গিমুক্ত সন্ত্রাসবাদ মুক্ত দেশ হিসেবে গড়তে হবে। তাই আমাদের অভিভাবকদের তাদের সন্তানের প্রতি আরো দায়িত্বশীল হতে হবে। যাতে আমাদের সন্তানরা বিপদগামী না হয়।