ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে —এডঃ মাহবুবুল আলম খোকন
পলি কমল প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার সকালে শহরের মধ্যপাড়া আশ্রম মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন।
পলি কমল প্রি- ক্যাডেট স্কুলের অধ্যক্ষ লাইল মঞ্জুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজেসবক তাপস পাল। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ এমরান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডঃ মাহবুবুল আলম খোকন বলেন, নতুন প্রজন্মদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার উপর আরো গুরুত্ব দিতে হবে। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।